০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

১৫ বছরে ট্রাফিক পুলিশের জরিমানা আদায় ৭৭৫ কোটি টাকা

  • ফুয়াদ হাসান
  • আপডেট সময় : ০৪:৩৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

বিশ্বের অষ্টম জনসংখ্যার দেশ বাংলাদেশে দিনদিন বেড়েই চলেছে যানবাহনের সংখ্যা। বিশ্বের বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি ও মোটরসাইকেল চলে এসেছে দেশে। তবে যানবাহনের সংখ্যা যত বাড়ছে, তত বাড়ছে জরিমানার পরিমাণও। গত ১৫ বছরে বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ৭৭৫ কোটি ৮৭ লাখ টাকা জরিমানা আদায় করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশনে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৫ বছরে বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ জরিমানার মাধ্যমে ৭৭৫ কোটি ৮৭ লাখ ২৪ হাজার ৮০৭ টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা করেছে।

আরেকটি প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জরাজীর্ণ থানাগুলোর আধুনিকীকরণ করে প্রয়োজনীয় দাপ্তরিক ও আবাসিক সুবিধা সৃষ্টির লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের থানায় প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের ডিপিপি অনুমোদনের জন্য ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ
Get free post? Yes, Accept .

১৫ বছরে ট্রাফিক পুলিশের জরিমানা আদায় ৭৭৫ কোটি টাকা

আপডেট সময় : ০৪:৩৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪

বিশ্বের অষ্টম জনসংখ্যার দেশ বাংলাদেশে দিনদিন বেড়েই চলেছে যানবাহনের সংখ্যা। বিশ্বের বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি ও মোটরসাইকেল চলে এসেছে দেশে। তবে যানবাহনের সংখ্যা যত বাড়ছে, তত বাড়ছে জরিমানার পরিমাণও। গত ১৫ বছরে বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ৭৭৫ কোটি ৮৭ লাখ টাকা জরিমানা আদায় করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশনে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৫ বছরে বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ জরিমানার মাধ্যমে ৭৭৫ কোটি ৮৭ লাখ ২৪ হাজার ৮০৭ টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা করেছে।

আরেকটি প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জরাজীর্ণ থানাগুলোর আধুনিকীকরণ করে প্রয়োজনীয় দাপ্তরিক ও আবাসিক সুবিধা সৃষ্টির লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের থানায় প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের ডিপিপি অনুমোদনের জন্য ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে।