০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

লাশ

  • সোহেল রানা
  • আপডেট সময় : ০৫:০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
  • ৬৫ বার পড়া হয়েছে

আজকে তুমি বিদায় নিলে,
ডাকবে সবাই লাশ।
পাড়াপড়শি সবাই মিলে,
কাটবে ঝাড়ের বাঁশ।।

কেউবা খুঁড়বে কবর তোমার,
কেউবা আনবে কাফন।
কেউবা বলবে যলদি করে,
করো তাকে দাফন।।

বিদায় নামাজ পড়ে যখন,
দিবে সবাই মাটি।
তোমার আমার ঠিকানা ভাই,
হবে আসল খাঁটি।।

তোমায় রেখে সবাই যখন,
ফিরবে সবার বাড়ি।
মুনকার নেকির আসবে তখন,
দিবে নাকো ছাড়ি।।

সঠিক হিসাব দিতে পারলে,
হবে তুমি জান্নাতি।
নইলে কিন্তু ভোগ করিবে,
জাহান্নামেের শাস্তি।।

সময় থাকতে রবের পথে,
ফিরে আসো ভাই।
নইলে কিন্তু ধরা পড়বা,
পাবে নাকো ঠাঁই।।

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ
Get free post? Yes, Accept .

লাশ

আপডেট সময় : ০৫:০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪

আজকে তুমি বিদায় নিলে,
ডাকবে সবাই লাশ।
পাড়াপড়শি সবাই মিলে,
কাটবে ঝাড়ের বাঁশ।।

কেউবা খুঁড়বে কবর তোমার,
কেউবা আনবে কাফন।
কেউবা বলবে যলদি করে,
করো তাকে দাফন।।

বিদায় নামাজ পড়ে যখন,
দিবে সবাই মাটি।
তোমার আমার ঠিকানা ভাই,
হবে আসল খাঁটি।।

তোমায় রেখে সবাই যখন,
ফিরবে সবার বাড়ি।
মুনকার নেকির আসবে তখন,
দিবে নাকো ছাড়ি।।

সঠিক হিসাব দিতে পারলে,
হবে তুমি জান্নাতি।
নইলে কিন্তু ভোগ করিবে,
জাহান্নামেের শাস্তি।।

সময় থাকতে রবের পথে,
ফিরে আসো ভাই।
নইলে কিন্তু ধরা পড়বা,
পাবে নাকো ঠাঁই।।