০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রামপালে চোরাই গরু সহ দুইজনকে আটক করেছে পুলিশ


বাগেরহাটের রামপালে  চোরাই গাভি ও একটি অটোভ্যানসহ দুইজনকে  আটক করেছে রামপাল থানা পুলিশ । আটককৃতরা হলেন রামপাল উপজেলার তেলীখালি গ্রামের ইসহাক শেখের ছেলেআকুব্বর আলী শেখ (৫২) এবং শ্রীকলস গ্রামের রহমান শেখের ছেলে রমজান শেখ (১৫)।

শনিবার ( ২০ জানুয়ারি) বিকাল ৩ টায় রণসেন এলাকা থেকে  গরু ও ভ্যানসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় রামপাল থানায় তাদের  নামে একটি মামলা দায়ের করেছেন গরুর মালিক সুলতানিয়া গ্রামের সোলেমান সরদারের ছেলে আবুল কালাম সরদার।পরে আটককৃতদের  রবিবার সকাল ১০ টায় আদালতে প্রেরন করা হয়।

পুলিশের ওসি (তদন্ত) বিধান চন্দ্র জানান, শনিবার বিকাল ৩ টায় দুইজন সুলতানিয়া গ্রামের জালাল শেখের বাড়ির পাশ থেকে ওই দুই ব্যাক্তি একটি অটোভ্যানে করে লাল রংয়ের গাভী চুরি করে পালাচ্ছিল। রণসেন এলাকায় গেলে স্থানীয় লোকদের সন্দেহ হলে তারা তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ  গারু ও ভান জব্দ করে এবং তাদের আটক করে  থানায় নিয়ে আসে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ
Get free post? Yes, Accept .

রামপালে চোরাই গরু সহ দুইজনকে আটক করেছে পুলিশ

আপডেট সময় : ০৬:১২:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪

বাগেরহাটের রামপালে  চোরাই গাভি ও একটি অটোভ্যানসহ দুইজনকে  আটক করেছে রামপাল থানা পুলিশ । আটককৃতরা হলেন রামপাল উপজেলার তেলীখালি গ্রামের ইসহাক শেখের ছেলেআকুব্বর আলী শেখ (৫২) এবং শ্রীকলস গ্রামের রহমান শেখের ছেলে রমজান শেখ (১৫)।

শনিবার ( ২০ জানুয়ারি) বিকাল ৩ টায় রণসেন এলাকা থেকে  গরু ও ভ্যানসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় রামপাল থানায় তাদের  নামে একটি মামলা দায়ের করেছেন গরুর মালিক সুলতানিয়া গ্রামের সোলেমান সরদারের ছেলে আবুল কালাম সরদার।পরে আটককৃতদের  রবিবার সকাল ১০ টায় আদালতে প্রেরন করা হয়।

পুলিশের ওসি (তদন্ত) বিধান চন্দ্র জানান, শনিবার বিকাল ৩ টায় দুইজন সুলতানিয়া গ্রামের জালাল শেখের বাড়ির পাশ থেকে ওই দুই ব্যাক্তি একটি অটোভ্যানে করে লাল রংয়ের গাভী চুরি করে পালাচ্ছিল। রণসেন এলাকায় গেলে স্থানীয় লোকদের সন্দেহ হলে তারা তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ  গারু ও ভান জব্দ করে এবং তাদের আটক করে  থানায় নিয়ে আসে।